শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

“বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি::

বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে “নারীর এগিয়ে চলা প্রকল্প” নারীপক্ষ তাহিরপুর উপজেলার উদ্যোগ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লালঘাট হাজং পাড়া মিশনারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশ করে নারীপক্ষ।
সভায় লালঘাট মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রামু হাজং এর সভাপতিত্বে ও অর্চনা রাকসাম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, নারীপক্ষ তাহিরপুর উপজেলার সভাপতি সুষমা জাম্বিল, নারীপক্ষের সদস্য প্রেমিকা হাজং, অরবিন্দু হাজং প্রমুখ।

এ সময় প্রতিবাদ সমাবেশ বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, নারী উপর সকল প্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিন। নারীর উপর যেকোনো ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার আশ্রয়-প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিন, নারীনির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করুন। নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জন-প্রতিরোধ গড়ে তুলুন। সংবাদমাধ্যমগুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশ করুন। পরে প্রতিবাদ সভা শেষে বাগলী টু বড়ছড়া সড়কে র‍্যালী করে নারীর এগিয়ে চলা প্রকল্প” নারীপক্ষ তাহিরপুর উপজেলার শাখার নেতৃবৃন্দ।