শিরোনাম:
সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া

নিজেস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারনামীয় আসামী রতন মিয়া ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।রতন মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন রতনকে আটক করে পুলিশে খবর দেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জে তার নামে মামলা রয়েছে। এই রতন মামলার এজহারনামীয় ৫৭ নম্বর আসামী। কর্মকর্তা আরও বলেন, “আমরা সুনামগঞ্জ পুলিশের সঙ্গে কথা বলেছি। আসামী হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন জহুর নামের এক যুবক। এ ঘটনায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় নামোল্লেখ করা হয় ৯৯ জনকে এবং অজ্ঞাত আসামী রাখা হয় আরও প্রায় ২০০ জনকে। এর মধ্যে রতন মিয়া এজহারনামীয় ৫৭ নম্বর আসামী হিসেবে চিহ্নিত।

বর্তমানে মামলার আসামী রতন মিয়াকে শাহ আলী থানা পুলিশ হেফাজতে রেখেছে। সুনামগঞ্জ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলেই তাকে আদালতে সোপর্দ করা হবে।