শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

তাহিরপুরে বাজারের ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার কাজে ছাত্রজনতা

কামাল হোসেন,তাহিরপুর::
তাহিরপুর উপজেলায় বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের আসপাশের রাস্তা ও বাজারের রোড গুলোতে ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার কাজে ছাত্রজনতা।

দেশের বিভিন্ন শহরের সৌন্দর্য বর্ধনে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছে ছাত্রজনতা। এমন ভিডিও ও ছবি সামাজিকযোগাযোগমাধ্যম ফেইসবুকে দেখে বাদাঘাট বাজারের প্রবীণ ব্যবসায়ী রফিকুল ইসলাম গতকাল বুধবার তার ফেইসবুক আইডি Rafiqul Islam-তা‌দের মত ক‌রে আমরা আমা‌দের প্রিয় বাদাঘাট বাজারসহ পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানগু‌লোর আশপাশ‌কে প‌রিষ্কার প‌রিচ্ছন্ন করার উ‌দ্যোগ নিতে পার‌লে আমরা একটা সুন্দর এলাকা‌তে প‌রি‌নিত কর‌তে পারতাম। আশা ক‌রি সারা প‌াব লিখেন একটি পোস্ট করেন।

এরপর থেকেই পোস্টের সহমত প্রকাশ করে এ অঞ্চলের ছাত্রজনতার স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়।

পরে সারোয়ার ইবনে গিয়াস,আজিজুর রহমান কাওছার, তামজিদ হোসাইন মুজু, জাহিদ আল সুজন, আনিসুর রহমান সাকিব,আব্দুল্লাহ আল হান্নান, পরস, রিদয়, সামি, ফাহিম সমন্বয়ে তাহিরপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ুয়া প্রায় শতাধিক শিক্ষার্থী, সাধারণ জনতা ও বাজার ব্যবসায়ীরা বাদাঘাট বাজার পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগে নেয়।

পরে আজ (৮ আগষ্ট বৃহস্পতিবার) তাদের সমন্বয়ে শতাধিক ছাত্রজনতা ও বাজারের ব্যবসায়ীরা সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাদাঘাট বাজারের সৌন্দর্য বর্ধনে বাজারের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালায়। পরবর্তী সন্ধ্যা ৭টায় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদের স্বরণে বাদাঘাট শহীদ মিনারে মোমবাতি প্রজনন করে।