শিরোনাম:
সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না, আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন,,,স্বরাষ্ট্র উপদেষ্টা “বিগত ১৫ বছরে ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে”- কলিমউদ্দিন আহমেদ মিলন রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা-শাল্লায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়।  দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২

সুনামগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীসহ ২৯ জনে বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগে যুব অধিকার পরিষদের মামলা

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জে ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ২৯ জনের বিরুদ্ধে  চাঁদা দাবীর ও মারধরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন এক যুব অধিকার পরিষদ নেতা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুর রহমানের আদালতে মামলা দায়ের করেছেন সুনামগঞ্জ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলর সভাপতি মুজাহিদ আলী খোকন।

মামলার এজাহার সুত্রে জানা  যায়, ২০২৩ সালের ৩১ আগস্ট  যুব অধিকার পরিষদ এর প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসুচিতে সুনামগঞ্জ জেলার যুব অধিকার পরিষদ এর সদস্যগন ও সাধারন জনগণ ও সচেতন নাগরিকদের অংশগ্রহনে  শান্তিপূর্ণ আলোচনা চলাবস্থায়  ছাত্রলীগের নেতাদের হুকুমে যুব অধিকার পরিষধ এর আলোচনায় অংশগ্রহনকারী সাধারন জনগণ ও সচেতন নাগরিকসহ সবাই কে  মামলায় উল্লেখিত  আসামীগন হাতুরি, লোহার রড, হকিস্টিক, ধারালো চাকু দিয়ে  যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের  আহত করে। 

ছাত্রলীগের সমুহ আসামীগনের সশস্ত্র সন্ত্রাসী আক্রমনের স্বীকার হয়ে বাদীসহ মামলায়া উল্লেখিত  স্বাক্ষীরা বিনা চিকিৎসায় ফিরে এসে স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করেন। 

পরে  আসামীগন বাদীসহ গণপরিষদের নেতাকর্মীদের জেলা পরিষদের রেষ্ট হাওজে এনে অবৈধ ভাবে আটক করে তাদের নিকট পাঁচ লক্ষ ( ৫,০০,০০০) টাকা চাঁদা দাবী করেন ছাত্রলীগের নেতারা।  চাদা না দিলে সুনামগঞ্জে রাজনীতি করতে দিবে না বলে হুমকি দেন। পরের  আসামীরা তাদের হাতে থাকা কাঠের রোল দ্বারা প্রানে হত্যার উদ্দেশ্যে  যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের মারধর করেন।

মামলার আইনজীবী আশরাফুজ্জামান  জানান, ছাত্রলীগের হামলা ও চাঁদা দাবির ঘটনার বিভিন্ন সময় বাদী থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ন্যায়নবিচারের স্বার্থে আজ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে ন্যায় বিচারের জন্য মামলা আমলে নিয়ে এফআইআর হিসেবে রুজুর আবেদন করা হয়েছে। আদালত পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।