দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৪ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাত ২ টার দিকে অভিযান চালিয়ে তাদের নিজ বসতঘর থেকে তিন জনকে আটক করা হয় ও দুপুর ২,৩০ মিনিটের সময় একজনকে গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া (৩৫). উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মৃত আঃ জব্বারের পুত্র আলী আকবর (৫৩), শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি মাজেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম আজকির এর পুত্র গোলাপ মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়. সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত সহিংসতা মামলায় আওয়ামীলীগের এই চার নেতাকে আটক করা হয়।