শিরোনাম:
সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক এমপি মানিক কারাগারে প্রেরণ 

সিনিয়র রিপোর্টারঃ

সুনামগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। 
বৃহস্পতিবার (১০অক্টোবর) সকালে  সাবেক এই এমপি মানিককে  জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক  আলমগীর হোসনের আদালত তুলা হলে তিনি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত থেকে কারাগারে নেওয়ার  বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। 
তিনি বলেন, সাবেক এই সংসদ সদস্য শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও উনাকে আসামি করা হয়েছে। সাবেক এই সংসদ সদস্য এখন খুব অসুস্থ।  আমরা তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য ও কারাগারে ডিভিশন দেওয়ার জন্য  আবেদন করা হয়েছে।  সেই সাথে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় আগামী ১৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার তার জামিন শুনানি হবে। 
 এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।
উল্লেখ,  গত (০২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক  শিক্ষার্থীর ভাই  হাফিজ আলী
বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। মূলত এই মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।