শিরোনাম:
সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার

মারামারির ঘটনার শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর গ্রেফতার

শাল্লা প্রতিনিধি::-
মারামারির ঘটনার উপজেলার শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার কাম অফিস সহকারী ইকবাল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। জানা যায় গত দু’দিন আগে ডাচ্-বাংলা ব্যাংকের সামনে সুলতানপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে সবুজ হোসাইন বাবু ও একই উপজেলার শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের ইকবাল মিয়া গংদের সাথে মারামারির ঘটনা ঘটে। ইকবাল মিয়া গংদের আক্রমণে বাবু মিয়ার মাথা ফেটে তার একটি হাতও ভেঙ্গে যায়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এরই পরিপেক্ষিতে আহতের ভাই এরশাদ মিয়া বাদী হয়ে শাল্লা থানায় একটি নিয়মিত মামাল দায়ের করেন। এজাহারে এক নাম্বার আসামি ছিলেন ইকবাল মিয়া। জানা যায়,আজ রাত আনুমানিক ২টার সময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে বাবু মিয়ার প্রতি ওতপেতে থাকেন বিবাীরা। বাবু মিয়া ব্যবসার সুবাদে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে বিভিন্ন দোকানে মালামাল দিতে ব্যস্ত ছিল। বিবাদ
ইকবাল মিয়ার হুকুমে হঠাৎ একদল উগ্র লোক বাবুকে ঘেরাও করে লাঠিসোটা নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা চিনিয়ে নেয় তারা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুখলেসুর রহমান বলেন ইকবাল নিয়মিত মামলায় এজাহারভূক্ত আসামি। তিনি বলেন এস আই নাজমুল একটি টিম নিয়ে রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। এস আই নাজমুল বলেন ইকবাল মিয়া এজাহারভুক্ত আসামি। রাত আনুমানিক ২টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।