শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

টাংগুয়ার হাওরে অভিযান- জাল ও নৌকাসহ ১৬ জন আটক

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে আনসার ভিডিপির অভিযানে ৩ হাজার ফিট বেড় জাল, দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত জাল ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আনসার ভিডিপি সূত্রে জানা যায়, আজকের অভিযানের নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফা ফরিদুল আলম। এ সময় অভিযানে উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল তারেক এবং রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা। রূপনগর ও গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম ঢাকা পোস্ট কে জানান, অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না। এই মর্মে প্রতিশ্রুতি দেওয়ায় মুচলেকা প্রদানে তাদের নৌকাসহ ছেড়ে দেওয়া হয়েছে। তবে জব্দকৃত বেড় জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।