শিরোনাম:
সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0-0x0-1-0#

সিনিয়র রিপোর্ট
বাংলাদেশ গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে আনন্দমিছিল ও কেক কেটে দিনটি উদযাপন  করে সুনামগঞ্জ জেলা  গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ ।

আজ শনিবার (২৬ অক্টোবর) গন অধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে একটি আনন্দমিছিল বের হয়, মিছিলটি কাজীরপয়েন্টের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে এই বিশেষ দিনটি উদযাপন করতে সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে কেক কাটেন।

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ২০২১ সালের ২৬ অক্টোবর মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ আত্নপ্রকাশ করে। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ – এই চারটি মূলনীতি নিয়ে  প্রতিষ্ঠিত হয় দলটি।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা  গণ অধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, দেশের জনগণের অধিকার রক্ষায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থানে যেতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদ আলী খোকন, গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুজাহিদ আলী এবং ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।