শিরোনাম:
বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে গণসংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি:

এক যুগ পর শতাধিক নেতা-কর্মী নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শান্তিগঞ্জে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ বাজার চত্তরে শান্তিগঞ্জ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়ছর এম আহমেদকে বরণ করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা নূর আলীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কয়ছর এম আহমদ।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তার বক্তব্য দেন হেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, যুক্তরাজ্য বিএনপি উপদেষ্টা এম এ রউফ, জেলা কৃষকলীগের আহবায়ক আনিসুল হক, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাদুর রেজা, যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রেজাউল করিম রাজা, লন্ডন বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ রব, বার্মিংহাম বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আউলাদ হোসেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব তারেক আহমদ, জেল যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।