কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাওঁ সীমান্ত ১৫০ পিস ইয়াবাসহ : সাদেক আলী (২২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। বিজিবির হাতে আটক ইয়াবা ব্যবসায়ী সাদেক আলী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাওঁ গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে।
আজ ১৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টার সময় চারাগাঁও বিওপির সীমান্ত পিলার ১১৯৫/এমপি এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কলাগাঁও নামক স্থান থেকে সাদেক আলীকে আটক করে চারাগাওঁ সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবি সদস্যরা সাদেক আলীর দেহ তল্লাশি করে তার শরীর থেকে
বিশেষ কায়দায় রাখা ১৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে গত এক সপ্তাহের অভিযানে ৩ ইয়াবা ব্যবসায়ী কে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান জিরো টলারেন্স আনতে বিজিবির মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।