শিরোনাম:
বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই প্রশাসন কর্তৃক যাদুকাটা বালু মহাল ইজারাদারকে দখল দিতে দুষ্কৃতিকারীদের বাঁধা প্রদান সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ

তাহিরপুর সীমান্তে ১৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাওঁ সীমান্ত ১৫০ পিস ইয়াবাসহ : সাদেক আলী (২২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। বিজিবির হাতে আটক ইয়াবা ব্যবসায়ী সাদেক আলী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাওঁ গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে।

আজ ১৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টার সময় চারাগাঁও বিওপির সীমান্ত পিলার ১১৯৫/এমপি এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কলাগাঁও নামক স্থান থেকে সাদেক আলীকে আটক করে চারাগাওঁ সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবি সদস্যরা সাদেক আলীর দেহ তল্লাশি করে তার শরীর থেকে
বিশেষ কায়দায় রাখা ১৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে গত এক সপ্তাহের অভিযানে ৩ ইয়াবা ব্যবসায়ী কে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান জিরো টলারেন্স আনতে বিজিবির মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।