শিরোনাম:
সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার

রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা-শাল্লায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়। 

শাল্লা প্রতিনিধি:

“আগামীর বাংলাদেশ”আগামীর ছাত্র রাজনীতি”এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। (২৪ নভেম্বর) দুপুর বারোটায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মওদুদ আহমেদের নেতৃত্বে শাল্লা সরকারি কলেজ মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া,যুগ্ম আহ্বায়ক রমজানুল করীম পাপন,হুশিয়ার আলম,সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম,শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না,সদস্য সচিব বাপন আহমেদ,যুগ্ম আহ্বায়ক হাসান হাফিজুর রহমান,রোমান আহমেদ,মারুফ হাসান ডালিম,রিয়ান আহমেদ,সৈকত আহমেদ, আশিকুর রহমান আশিক,হাজিরুল ইসলাম,সদস্য মনু মিয়া,শামীম মিয়া,মাসুম বিল্লাহ,রাব্বুল হোসাইন।

নবীনদলের সভাপতি শাকিল আহমেদ,সহ-সভাপতি রেজাউল করিম,শুভ আহমেদ,ছাত্র সমন্বয়ক খয়েস আহমেদ দোহা প্রমূখ। 

এসময় নেতৃবৃন্দরা বলেন আগামীর বাংলাদেশ 

আগামীর ছাত্র রাজনীতি ও রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে সাধারণ ছাত্র জনতাকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। সেজন্য দেশ নায়ক তারেক রহমান কতৃক ৩১ দফা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা গণসংযোগের মাধ্যমে সবার সামনে তুলে ধরার জন্য তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। নেতৃবৃন্দরা বলেন আগামীর বাংলাদেশ গঠিত হবে এদেশের তরুণদের নেতৃত্বে। ছাত্রদল থাকবে দেশ নায়ক তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে। আগামীর ছাত্র রাজনীতিও হবে মাদক ও সন্ত্রাস মুক্ত। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন নেতাকর্মী ঢুকে যাতে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড চালাতে না পারে সেব্যাপারেও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের

বিভিন্ন দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় ছাত্রদল। 

এসময় সাধারণ শিক্ষার্থীরাও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। শাল্লা সরকারি কলেজে হোস্টেল,বাউন্ডারি না থাকা সহ নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেছেন শিক্ষার্থীরা।