শিরোনাম:
বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই প্রশাসন কর্তৃক যাদুকাটা বালু মহাল ইজারাদারকে দখল দিতে দুষ্কৃতিকারীদের বাঁধা প্রদান সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ

এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

মোঃরুহুল আমিন :


সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এইচ এম পি উচ্চ বিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গঠিত হয়েছে—‘এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ, সুনামগঞ্জ’। সম্প্রতি সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (মানব পাচার ট্রাইব্যুনাল) ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট আনিসুজ্জামান শামীম। সদস্য সচিবের দায়িত্বে আছেন তরুণ সাংবাদিক, নাট্যজন ও সাংস্কৃতিক সংগঠক তামিম রায়হান।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
যুগ্ম আহ্বায়ক: মো. আনোয়ারুল হক, মো. গোলাম কিবরিয়া, শামায়ুন কবির, নুরুল উস্তার রুসু, জমির উদ্দিন।
যুগ্ম সদস্য সচিব: মশিউর রহমান শাকিল, মোবারক রনি।
কার্যনির্বাহী সদস্য: মো. সামছুল আলম, দেওয়ান গিয়াস চৌধুরী, মনিরুল আলম সাজু, রুহুল হুদা কনক, আহসান রাজীব, আমিনুল ইসলাম, বায়জিদ আল সামায়ুন ও রতন আহমেদ।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, পারস্পরিক সহযোগিতা, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুঃসময়ে পাশে থাকার মানবিক উদ্দেশ্য নিয়ে এ সংগঠন তার যাত্রা শুরু করেছে।

আহ্বায়ক এডভোকেট আনিসুজ্জামান শামীম বলেন,

“এইচ এম পি স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের স্মৃতি, শিকড় ও আত্মপরিচয়ের অংশ। আমরা চাই সাবেক শিক্ষার্থীরা একত্র হয়ে বর্তমান প্রজন্মের জন্য কিছু করে যাক। এ সংগঠন হবে বন্ধনের জায়গা, সহযোগিতার হাত।”

সদস্য সচিব তামিম রায়হান বলেন,

“আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়তে চাই, যেখানে প্রাক্তনরা শুধু পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনবে না, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বাস্তব সহায়তা করতে পারবে। শিক্ষার মানোন্নয়ন, বৃত্তি, সহায়তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড—সবকিছুতেই আমরা সক্রিয় থাকতে চাই।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন এবং ধারাবাহিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।